নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির ঈদ উপহার পেলো স্থানীয় শতাধীক দুঃস্থ পরিবার । বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, মুসুর ডাল, চিনি, সয়াবিন তেল, গুঁড়ো দুধ ও সেমাই। প্রতিটি পরিবারকে একটি করে প্যাকেট দেওয়া হয়।
এর আগে সংগঠনের সভাপতি কাজী গোলাম রাব্বানী রোমানের সভাপতিত্বে ও এড. মুহাম্মদ রাশিদুল হাসান রুবেলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির রাশেদুজ্জামান খান রাসেল, শহিদুল ইসলাম নান্নু, দুলাল মোড়ল ও খোকন মিয়া। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চলমান সংকট মোকাবেলায় শতাধীক পরিবারের জন্য এ উপহার দেওয়া হয়েছে। এভাবেই আমরা আমাদের সাধ্য মত দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।
ঈদ উপহার উপহার বিতরনের আগে গত ১৫ এপ্রিল টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে সংগঠনের নিজস্ব অফিসে ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখানে অর্ধশতাধিক রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
এ সময় সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক মাশহুদুর রহমান সাজিদ, যুগ্ম সম্পাদক রফিক সরকার, সাংবাদিক আহাম্মদ আলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।