নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে নদী তীরবর্তী মানুষের সাথে মতবিনিময় ও নদী সচেতনতায় তৈরির বিশেষ কার্যক্রম হিসেবে তৃণমূলে নদী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ নদী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্প ও কালীগঞ্জ উপজেলা নদী রক্ষা কমিটির আয়োজনে ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের পরিচালক ইকরামুল হক, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।
তৃণমূলে নদী বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের ওয়াটার রিসোর্স এক্সপার্ট মো. সাজিদুর রহমান সরদার, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের ভারপ্রাপ্ত টিম লিডার সৈয়দ মো. মতলুবুর রহমান। বিষয়ক ভিত্তিক আলোচনা করবেন কমিশনের এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেইঞ্জ স্পেশালিস্ট মো. মনির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ মোশারফ হোসেন, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক যীনাত রহমান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, মৎস্যজীবি, কৃষিজীবি ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।