নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্বপ্না রাণী পাল (২৭) নামে নারী মাদক কারবারি সহ মো. আরিফুল ইসলাম (২৬) ও আলামিন (২৮) নামে আরো দুই মাদক কারবারিকে আট করেছে থানা পুলিশ। বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে আটককৃত মহিলা মাদক কারবারি সহ তিন জনকেই গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে স্বপ্না রাণী পালকে উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদ সহ কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ এবং উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রাম থেকে আরিফুলকে ৩০ পিস ও আলামিনকে ৫ পিস ইয়াবা সহ থানা পুলিশ আটক করে।
বিকেলে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
আটককৃত স্বপ্না রাণী উপজেলার কেটুন গ্রামের লিটন পালের স্ত্রী। অন্যদিকে, আরিফুল উপজেলার মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ও আলামিন একই গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগগ গভীর রাতে উলুখোলা ফাঁড়ি পুলিশ ও থানা পুলিশ উপজেলার নাগরী ও মোক্তারপুর ইউনিয়নে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নাগরী ইউনিয়নে কেটুন গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদ সহ স্বপ্না রাণীকে এবং মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রাম ৩৫ পিস ইয়াবাসহ আরিফুল ও আলামিনকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে বুধবার (০৮ জানুয়ারি) সকালে পৃথক দুটি মাদক মামলা (নং ১৩ ও ১৪) দায়ের শেষ দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।