নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম ইমাম রাজী টুলু।
এতে কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সমবায়ী রিংকু লরেন্স গমেজ, প্রেমানান্দ কর, সাংবাদিক ওমর আলী মোল্লা প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গাজীপুরে চুরির অপবাদে দুই শ্রমিককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।