নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে “ফুড ক্লাব ” নামের একটি ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে (২৬ ফেব্রুয়ারী) কালীগঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন (বটতলা) ডিকে প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। এছাড়াও হীন উদ্দেশ্যে ছোট ছোট খোপ নির্মাণ করে ব্যবসা করছিল রেস্টুরেন্টটি। অভিযানে ভ্রাম্যমান আদালত হীন উদ্দেশ্যে ব্যবহার করা ও্ই সাইটটিও বন্ধ করে দেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। এ সময় থানা পুলিশ তাকে সহযোগীতা করেন।
জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকার ভাদা্র্ত্তী গ্রামের মো. সাদেক মিয়া মালিকানাধীন ফুড ক্লাব নামের এই রেস্টুরেন্টকে এর আগে একাধিকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল। তারপরও এ ধরনের ব্যবসা ছাড়েনি।তাই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পূনরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় রেস্টুরেন্টটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও রেস্টুরেন্টের যে অংশে হীন উদ্দেশ্যে ছোট ছোট খোপ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলো তা বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য : ২০১৯ সালের ০৫ ফেব্রুয়ারি স্কুল-কলেজের ড্রেস পরে ক্লাস ফাঁকি দিয়ে ফুড ক্লাব রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল তরুণ-তরুণীরা। ওই সময় কালীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে আটক করেছিল উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ১০ জোড়া তরুণ-তরুণীকে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে আটক তরুণ-তরুণীদের ছেড়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি ওই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হয়েছিল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel