নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘আপনার পুলিশ, আপনার পাশে’ প্রতিপাদ্যে এবং ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশ কর্তৃক আয়োজিত বক্তারপুর ইউনিয়নে বিট পুলিশের কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদে বিট নং-০৭ এর বিট পুলিশ সংক্রান্ত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।
এ সময় বিট কর্মকর্তা এসআই ফরিদ মিয়া, সহকারী বিট কর্মকর্তা এএসআই সৌমিত্র অধিকারীসহ বক্তারপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি একেএম মিজানুল হক সমাজের সব ধরনের সচেতন ব্যক্তিদেরকে পুলিশের পাশে থেকে অপরাধ মূলক তথ্য দিয়ে সহায়তার কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতেই আমাদের বিট পুলিশকে কার্যকর করতে হবে। সকল ধরনের অপরাধ মুক্ত একটি সুন্দর সমাজ গড়তে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।