গাজীপুর প্রতিনিধি : ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷
Advertisement
সকালে একটি র্যালী উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
অন্যদের মধ্যে গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা প্রকৌশলী শাকিল হোসেন, সমবায় কর্মর্তা মির্জা ফারজানা শারমিন, নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


