নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ১ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২১ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার গাজীপুর-ইটাখোলা মহাসড়কের মোক্তারপুর চরসিন্ধুর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।
আটকৃকতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আবুল খায়ের ছেলে মোমেন (১৮) ও একই এলাকার মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল খাঁন (১৮)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিহাদুল হক বলেন, ওই দুই যুবক বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল যোগে গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে মোক্তারপুর চরসিন্ধুর ব্রীজ এলাকায় গাজীপুর-ইটাখোলা মহাসড়কে নিয়মিত চেকপোস্টে সন্দেহ হলে দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা (নং-১০(০৫)২০) দায়ের হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, সড়কে চেকপোস্টে বসিয়ে কঠোর নজরদারিতে দুই যুবক মাদককে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও অপর এক অভিযানে উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলূয়া গ্রাম থেকে রেজাউল নামের এক মাদক কারবারীকে ৩০ পিস ইয়াসহ আটক করা হয়েছে। তাকেও মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।