নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দসুুতার মামলায় গ্রেপ্তার আমান আলী (৪০) নামের এক আসামি দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই আসামিকে সহযোগীতার অভিযোগে আলমগীর (৩৫) নামের এক সহযোগীতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান। এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।
পলাতক আমান আলী পৌর এলাকার উত্তরগাঁও এলাকার মানিকের ছেলে। গ্রেফতারকৃত আলমগীর একই এলাকার উত্তরগাঁও (কুমারটেক) গ্রামের রহুল আমিনের ছেলে। অন্যদিকে, আহত পুলিশ সদস্যরা হলো কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন।
ওসি ফায়েজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে আমানকে গ্রেপ্তার করতে থানার দুই পুলিশ সদস্য তার বাড়ি পাশর্^বর্তী একটি দোকানে অভিযান চালায়। এ সময় আসামির বাড়ির লোকজন দেশি অস্ত্রে সজ্জিত ওই দুই পুলিশ সদস্যর উপর অতর্কিত হামলায় চালায়। পরে তাদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাাধস্তি হয়। এ সময় দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যান আসামি। পালাতক আমানের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৮টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি আমানকে পালাতে সহযোগীতার করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুড়া ও একটি রামদাসহ বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশকে সরকারী কাজে বাধা প্রদান ও অস্ত্র আইনে থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার আলমগীরকে গাজীপুর দালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পালিয়ে যাওয়া আমানকে গ্রেফতারকরে পুলিশের একাধীক টিম মাঠে অভিযানে আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সৈয়দ শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ১২টার পর থানার দুই পুলিশ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা নিয়ে তারা চলে যান। তাদের হাতে আঘাতের চিহ্ন ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।