নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: “অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমান বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১৬টি প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের হিতৈষী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) উপজেলার তুমিলিয়া ও নাগরী ইউনিয়নে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূঁইয়া।
এ সময় কারিতাসের ফরিদ আহম্মেদ খান, জয়ন্ত মজুমদার, শিপ্রা রোজারিও, রকি প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মপল্লীর পাল-পুরোহিতগন, সমাজসেবক, উন্নয়নমিত্র, প্রবীণ-নবীন সদস্য, গণমাধ্যকমী, প্রতিবন্ধীসহ ১৬টি ক্লাবের দুই শতাধীক সদস্য উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ক্রেচ, সাদা ছড়ি, ওয়াকিং ষ্টিক বিতরন করা হয়।
বক্তরা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির দিকে দেশ তথা বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে উন্নয়নে কাউকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় তাই প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহন নিশ্চিত করণের মাধ্যমে টেকশই ভবিষ্যৎ গঠন করতে হবে। আমাদের প্রত্যেকে নিজনিজ অবস্থান হতে সুযোগ তৈরী করে দিতে হবে যেন প্রতিবন্ধী ব্যক্তিরা দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।