নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় ধরণের সাড়াশি অভিযান শুরু করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে তারা। পৃথক ৬টি ঘটনায় ৬টি মাদক মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৯ মাদক কারবারী।
অভিযানে নেতৃত্বদেন গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিহাদুল হক, শহিদুল ইসলাম মোল্লা, ওবাইদুর রহমান, বদিউজ্জামান ও বিজন বৈদ্য।
মঙ্গলববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আমির হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২ বালুখালী ১২ রোহিঙ্গা ক্যাম্পের জি-১০ নং বøকের রোহিঙ্গা নূর ফয়সাল (২০), একই জেলার রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি (চাইল্লাতলী) গ্রামের মো. জোহার উরফে জোবায়ের (৩৫), ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাঘাইতলা এলাকার সুনিশ মারাক (৫০), গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তিড়িয়া গ্রামের ঝলক কুড়াইয়া (৪০), রাথুরা গ্রামের মো. শহিদুল্লাহ মিয়া (৩২), বির্তুল গ্রামের সোহেল মাঝি (৪৫), মুনশুরপুর গ্রাামের মো. রাজীব (৩২), বাঘেরপাড়া গ্রামের সেলিম নেওয়াজ ওরফে পিয়াল (৩৩) এবং নরসিংদী জেলার মাধবদী থানার দক্ষিণ দাউদপুর গ্রামের মমতাজ (৩৫)।
ডিবি ওসি আমির হোসেন জানান, উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৫শ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা মূল্যের ২০৩ পিস বিয়ার ক্যান এবং ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ১২ মণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর উপকরন। পৃথক ৬টি মাদক বিরোধী অভিযানে ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৬টি।
গাজীপুর জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম জানান, শুধু মাদক ব্যবসায়ী নয়, তাদের আশ্রয়-প্রশ্রয়দানকারীদের তালিকা তৈরী হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।