Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কালো ডিমের খোঁজে জাপানে, এ ডিম খেলে আয়ু বাড়বে কয়েক বছর!
    আন্তর্জাতিক

    কালো ডিমের খোঁজে জাপানে, এ ডিম খেলে আয়ু বাড়বে কয়েক বছর!

    জুমবাংলা নিউজ ডেস্কFebruary 14, 20233 Mins Read

    কালো ডিমের খোঁজে অওয়াকুদানি উপত্যকায়

    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : মাঝখানে হাঁসের কালো ডিম নিয়ে বেশ তোলপাড় হয়েছিল দেশে। আজকের গল্পটাও কালো ডিমের, তবে এই ডিমের খোঁজে আমাদের যেতে হবে জাপানে। এই ডিমের সুখ্যাতি অবশ্য জাপান ছাড়িয়ে গোটা পৃথিবীতেই। বিশেষ করে বৈচিত্র্যপিয়াসী পর্যটকেরা এই ডিমের স্বাদ নিতে দুর্গম পথ পাড়ি দিতে দ্বিধা করেন না।

    কালো ডিমের খোঁজে অওয়াকুদানি উপত্যকায়

    টোকিওর পশ্চিমে হ্যাকোন এলাকায় অবস্থিত অওয়াকুদানি একটি সক্রিয় আগ্নেয় উপত্যকা। স্থানীয়ভাবে পরিচিত জিগোকুদানি বা নরক উপত্যকা নামে। তবে জায়গাটি বেশি নাম কামিয়েছে এখানকার কালো ডিমের জন্য। সেখানকার মানুষের আবার ধারণা, এই ডিম খেলে কয়েক বছর আয়ু পর্যন্ত বেড়ে যায়!

    এই আগ্নেয় উপত্যকার জন্ম প্রায় ৩ হাজার বছর আগে, মাউন্ট হ্যাকোনের অগ্ন্যুৎপাতের ফলে। এ সময় বেশ কিছু উষ্ণ প্রস্রবণ ও সালফার নির্গমন হয় এমন গর্তের জন্ম হয়। সবকিছু মিলিয়ে অওয়াকুদানির রুক্ষ, পাথুরে এলাকা সালফারের কারণে সৃষ্ট একটি ধোঁয়ায় ঢেকে থাকে সব সময়। তা ছাড়া সালফারের কারণে এমনিতেও গোটা এলাকায় কেমন ডিম ডিম একটা গন্ধ ছড়িয়ে থাকে। এবার এখানকার ডিমের গল্প শুরু করা যাক। কুনো-তামাগো বা ‘কালো ডিম’ আসলে আলাদা কোনো ডিম নয়। এগুলো সাধারণ মুরগির ডিমই, যা অওয়াকুদানির প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে ফোটানো হয়। পানিতে থাকা সালফার ও আয়রন বা লোহা ডিমের খোলকে কয়লার মতো কালো রূপ দেয়। ভেতরের অংশ কিন্তু থাকে ওই সাদা-হলুদই। স্থানীয় কিংবদন্তি হলো—কালো ডিম খেলে মানুষ দীর্ঘ জীবন লাভ করে, সেটা পাঁচ থেকে সাত বছর। পাঁচট কালো ডিমের একটি প্যাকেট কেনা যায় ৫০০ জাপানি ইয়েনে (৪০০ টাকা)।

    কালো ডিম ফোটানো সরাসরি দেখতে অওয়াকুদানি রোপওয়ে স্টেশন থেকে পর্বতের মধ্য দিয়ে যাওয়া পথ ধরে মিনিট পনেরো হাঁটলেই চলবে। মোটামুটি ১০০০ মিটার উচ্চতায় উষ্ণ প্রস্রবণে চলে এই কালো ডিম সেদ্ধের কাজ। কুনো-তামাগো কিংবা কালো ডিম ফুটানো দেখা কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে আপনার। কারণ উষ্ণ প্রস্রবণের ৮০ ডিগ্রি সেলসিয়াস (১৭৫ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় ১ ঘণ্টা ফুটানো হয় এই ডিম। তারপর আরও বাড়তি ১৫ মিনিট উত্তপ্ত করা হয়। অবশ্য এই ডিমের স্বাদ সাধারণ সিদ্ধ ডিমের মতোই। উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে যেমন এই ডিম কিনতে পারবেন, তেমনি পাওয়া যায় রোপওয়ে স্টেশনেও।


    তবে হ্যাকোন এলাকায় যাওয়া বা ঘোরাফেরায় একটা সমস্যা আছে। মাউন্ট হ্যাকোন একটি সক্রিয় আগ্নেয়গিরি। সাম্প্রতিক বছরগুলোতে আগ্নেয়গিরিটির মেজাজ-মর্জিরও ঠিক নেই, তাই উপত্যকা ও পর্বতের বেশ কয়েকটি চলাফেরার পথ বন্ধ করে দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার কথা ভেবে। এমনকি ২০১৫ সালের মে মাসে এখানকার পর্যটন এলাকাটিই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখনো পুরোপুরি আগের অবস্থায় ফিরে না এলেও সেখানে যেতে মানা নেই।

    এই আগ্নেয়গিরিতে  অবশ্য অগ্ন্যুৎপাত হয় না বহু বছর। তবে এখানকার মাটির নিচে উত্তপ্ত গ্যাস আর আগ্নেয় উপাদানের প্রবাহের কারণে কেমন একটা গুড়গুড় শব্দ হতে থাকে। ২০১৫ সালে এক দিনেই এই এলাকায় ১১৫টি কম্পন অনুভূত হয়। কারও কারও দাবি, ওটা খুব ছোট মাপের একটা অগ্ন্যুপাতই ছিল। কারণ কিছু ছাই এ সময় উদ্‌গীড়ন হয়। এরপর এ ধরনের কিছু আর না ঘটলেও জায়গাটিতে যেকোনো সময় অগ্ন্যুৎপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি কালো ডিম খাওয়াকে বিবেচনায় না আনলেও অওয়াকুদানি এলাকাটি ভ্রমণ গন্তব্য হিসেবেও চমৎকার। হ্যাকোন রোপওয়েতে চড়লে আশপাশের অসাধারণ পার্বত্য দৃশ্যের পাশাপাশি সালফারের ফুটতে থাকা উষ্ণ প্রস্রবণগুলো দেখে শরীর রোমাঞ্চে কাটা দিয়ে উঠতে পারে। চারপাশের অসাধারণ দৃশ্য, কালো ডিম, চারপাশে কুয়াশার মতো ছড়িয়ে থাকা সালফারের বাষ্প—সবকিছু মিলিয়ে সেখানে গেলে আপনার মনে হতে পারে কল্পকথার এক রাজ্যে হাজির হয়ে গেছেন। রোপওয়ের খরচটা একটু বেশি। শুধু যাওয়া বা আসার জন্য গুনতে হবে ১৩৭০ ইয়েন (প্রায় ১১০০ টাকা)। এর সঙ্গে ১০০ টাকা যোগ করে ১৫টি কালো ডিম কিনতে পারবেন। অবশ্য কখনো কখনো খারাপ আবহাওয়ার কারণে রোপওয়ে বন্ধ থাকে। দুর্ভাগ্যক্রমে আপনার ভ্রমণের দিনও এমন কিছু ঘটা অসম্ভব নয়! তাই একটু খোঁজখবর নিয়ে যাওয়াই ভালো।

    জাপান ট্র্যাভেল. কম, টোকিও ওইকএন্ডার. কম

    কচ্ছপের শরীরে ক্যামেরা লাগিয়ে সাগরে ছেড়ে দেওয়া হল, পানির নিচে নামতেই যা ঘটলো

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক আয়ু এ কয়েক কালো খেলে খোঁজে জাপানে ডিম ডিমের বছর বাড়বে,
    Related Posts
    নিরাপদ দেশের তকমা

    বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেল ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র! বাংলাদেশ ১২৬তম

    July 23, 2025
    Gas

    রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেই গাজা উপকূলের ‘গ্যাসের মালিকানা’ পাবে ফিলিস্তিন

    July 23, 2025
    Trump

    ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্প

    July 23, 2025
    সর্বশেষ খবর
    চামড়া ঝলসানো শরীরে

    চামড়া ঝলসানো শরীরে দৌঁড়ানো ছেলেটি রোহান

    প্রথম বাংলাদেশি হিসেবে

    প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে ঢাবি অধ্যাপক

    পাশাপাশি সাজানো তিনটি

    পাশাপাশি সাজানো তিনটি শিশুর তাজা কবর, এক বিষাদের গল্প

    নিরাপদ ভ্রমণের গাইড

    নিরাপদ ভ্রমণের গাইড: ভ্রমণকারীদের জন্য জরুরি অ্যাপ যেন পকেটে থাকা রক্ষাকর্তা

    জুলাইয়ের ২১ দিনেই

    জুলাইয়ের ২১ দিনেই রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ডলার

    টিনএজারদের পড়াশোনার সঠিক পদ্ধতি

    টিনএজারদের পড়াশোনার সঠিক পদ্ধতি: সফলতার চাবিকাঠি হাতে নিন

    তারেক

    জাতীয় শোকের এই সময়ে সবাইকে শান্ত ও সংহত থাকার আহ্বান তারেক রহমানের

    পরেশ

    সুস্থতার জন্য টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন পরেশ রাওয়াল

    মৃতের সংখ্যা

    মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩২, আশঙ্কাজনক এখনও ১৬৫ জন

    Realme Narzo 80x

    8GB RAM সহ মাত্র 12498 টাকায় মিলবে Realme Narzo 80x 5G

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.