
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীর গায়ের রঙ কালো। তাই স্বামী ক্রমাগত অবজ্ঞা ও উপহাস করতেন স্ত্রীকে। স্বামীর এই উপহাস সইতে পারেনি স্ত্রী। তাই বাড়ির কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহ’ত্যা করেছেন তিনি।
বুধবার (৩০ অক্টোবর) পুলিশ জানায়, ‘নিহত ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে তার বাবা থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তরুণীর স্বামী এখনো কিছু বলেননি বা কোনো বিবৃতি দেননি।’
ওই তরুণীর বাবা স্থানীয় পুলিশকে বলেন, মেয়ের গায়ের রং কালো হওয়ার কারণে তার স্বামী ক্রমাগতভাবে অবজ্ঞা করেছেন। এ কারণে তার মেয়ে আত্মহ’ত্যা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।