কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

নিহত কয়েদির নাম সামসু মিয়া (৬৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিল সামসু মিয়া। ভোরে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালীগঞ্জে নবনির্বাচিত এমপির সাথে ডরপের মত বিনিময়