নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এ বন্দি থাকা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামী মিজানুর রহমান (৬৭) মারা গেছেন।
শনিবার রাত পৌণে ৮ টার দিকে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২জেলার বাহারুল ইসলাম জানান, ময়মনসিংহের ১৪৩/এ আরকে মিশন রোড এলাকার বাসিন্দা মৃত ডা. লুৎফর রহমানের ছেলে যুদ্ধাপরাধী মামলার আসামী মিজানুর রহমান শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৮ টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন বলেও কারা কর্তৃক্ষ জানায়।
মিজানুর রহমানের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৫ সালে আন্ত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মিজানের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel