Advertisement
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ২৬ ডিসেম্বর দিবাগত রাতে পেহেলগামের এ তাপমাত্রা রেকর্ড করা হয়। শ্রীনগরের ৫ দশমিক ৬ এবং গুলমার্গের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি।
আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সামনের এক সপ্তাহ এমন আবহাওয়া থাকতে পারে।
কাশ্মীরের আবহাওয়া বিভাগের পরিচালক সোনাম লোটাস বলেন, ‘চিল্লাই কালান’ হিসেবে পরিচিত এ সময়টাতে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচেই থাকে। পরের সপ্তাহেও তাপমাত্রা এমন থাকতে পারে।
এরকম হাড় কাঁপানো শীত প্রায় ৪০ দিন থাকতে পারে। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে স্থানীয়ভাবে পরিচিত এ ‘চিল্লাই কালান’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।