আন্তর্জাতিক ডেস্ক : ৫ মে ১৯৭২। জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া’র নওগামে পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় শিখ সম্প্রদায়ের আক্রমণে নিহত হন পাকিস্তানি সেনা মেজর জেনারেল শাবির খান। পরে ভারতেই তাকে দাফন করা হয়। সম্প্রতি পাকিস্তানি এই সেনা সদস্যের কবর ভেঙ্গে যাওয়ার পর সেটি সংস্কার করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি টুইট বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়, ঐতিহ্য এবং নীতি ধরে রাখার জন্য ৫ মে ১৯৭২ সালে একটি হামলায় নিহত হওয়া ‘সিতারা-ই-জুরাত’ এ ভূষিত পাকিস্তানের মেজর মোহাম্মদ শাবির খানের কবর সংস্কার করা হয়েছে।
পাকিস্তানের মৃত এই সেনা সদস্যের প্রতি সম্মান জানিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, একজন নিহত সৈনিক, সে যের দেশেরই হোক না কেন, মৃত্যুর ক্ষেত্রে সম্মান ও সম্মানের দাবিদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।