Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু কাশ্মীরে তুষার ধসে ৩ জন ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও এক সেনা।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিলে ভারতীয় সেনারা সোমবার তুষার ধসের কবলে পরে। এতে ৩ সেনার প্রাণহানি ঘটে। অপর এক সেনা আহত অবস্থায় হাসপাতালে আছেন।
সোমবার দুপুর ১ টায় ভারতীয় সেনারা তুষার ধসের কবলে পড়েন।
অন্যদিকে দেশটির গান্দারবাল জেলার সনমারগে তুষার ধসের ঘটনা ঘটেছে। এতে ৫ জন বেসামরিক লোকের মৃত্যু ঘটে।
কর্মকর্তারা জানান, রাতভর অভিযানে ৪ জনকে উদ্ধার করা হয়।
ভারি তুষারপাতের কারণে গত ৪৮ ঘণ্টায় উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি তুষার ধসের ঘটনা ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।