Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নাগরিকত্ব সংশোধন আইন এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে কেন্দ্রের পদক্ষেপ পুনর্বিবেচনার জল্পনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার, নিজ নির্বাচনি এলাকা বারাণসীতে জনসভায় এ ঘোষণা দেন তিনি।
মোদি জানান, জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার হোক বা নাগরিকত্ব সংশোধন আইন হোক, বহু বছর থেকে এ সিদ্ধান্তগুলোর অপেক্ষায় ছিলো দেশ। প্রধানমন্ত্রী জানান, সব দিকের চাপ আসা সত্ত্বেও এ পদক্ষেপগুলো কার্যকর করবে সরকার।
এদিকে, হ্যাট্রিক জয়ের পর দিল্লির রামলীলা ময়দানে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে উন্নয়নের জন্য মোদির সহায়তা চেয়েছেন আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর কাশ্মীর সংকট সমাধানে ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে হাটার আহ্বান জানিয়েছেন ইসলামাবাদ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।