
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দুই মাস ধরে যে কাশ্মীরের সাধারণ মানুষ এক প্রকার অবরুদ্ধ তার রাজধানীতে বৃহস্পতিবার ‘বিশাল’ যানজট দেখা গেছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সকালের দিকে শ্রীনগরে বেশ কিছু দোকান খোলা হয়। সময় গড়িয়ে দুপুর আসতে আসতে রাস্তায় যানজটও লেগে যায়। কয়েক মাসের পরিস্থিতি বিবেচনায় যেটি বিরল দৃশ্য।
জম্মু ও কাশ্মীর প্রশাসনের নির্দেশে এদিন সব স্কুল খুললেও ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কম। প্রত্যেক স্কুলেই হাতেগোনা শিক্ষার্থী দেখা গেছে।
গত মাসেও একবার উপত্যকার স্কুল খোলার চেষ্টা করেছিল প্রশাসন। তবে তা সফল হয়নি। শিক্ষকেরা স্কুলে গেলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল না বললেই চলে। বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে কাশ্মীরিরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না, এমন ভাষ্যও পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।