বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পর্দার সুপারম্যান নিজের প্রতিভার অজানা একটি দিক তুলে ধরলেন ইনস্টাগ্রামে। সুপারম্যান ও দ্য উইচার খ্যাত হেনরি কেভিল পুরোদস্তুর অভিনেতা। কিন্তু গেইমিংয়ের প্রতি তার ভালোবাসা অফুরন্ত। কাজ না থাকলে সারা দিন তিনি ভিডিও গেইমস খেলে কাটিয়ে দেন।
তবে শুধু গেইম খেলার মধ্যেই তারা এ ভালোবাসা সীমাবদ্ধ নয়। গেইমিং পিসির খুঁটিনাটি বিষয়েও যে ধারণা রাখেন তার প্রমাণ দিয়েছেন ইনস্টাগ্রামে। ৫ মিনিটের ভিডিওতে দেখিয়েছেন কিভাবে কাস্টমাইজড গেইমিং কম্পিউটার তৈরি করা সম্ভব।
ভিডিওর ক্যাপশনে লেখেন, ভিডিওটা সবার জন্য না। এমন অনেক যন্ত্রাংশ এখানে ব্যবহার করা হয়েছে যা আগে অনেকে দেখেননি।
ছোটখাটো যন্ত্রাংশের পাশাপাশি কম্পিউটার সংযোজনের জন্য তিনি ব্যবহার করেন হাইএন্ড রাইজেন সিপিইউ ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৮০টিআই গ্রাফিক্স কার্ড।
দুই দিন আগে আপলোড করা ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ৪২ লাখ ৩৩ হাজার বার। কমেন্ট সেকশনে গ্রাফিক্স কার্ড নির্মাতা কোম্পানি এনভিডিও জিফোর্স, প্রসেসর নির্মাতা কোম্পানি এএমডি, গেইমিং হার্ডওয়্যার কোম্পানি রেজার ও আসুসের গেইমিং ফোন তৈরির বিভাগ তাকে সাধুবাদ জানিয়েছে।
ইনস্টাগ্রামে হেনরি কেভিলের ফলোয়ার সংখ্যা ১ কোটি ২৪ লাখ। -টেকশহর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।