Advertisement
স্পোর্টস ডেস্ক : হাথুরুকে বাংলাদেশ থেকে কেড়েই নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে হাথুরুর হাত ধরেও সফলতা পায়নি দলটি। তাই তাকে ছেটে ফেলে নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে দলটি। জানা গেছে, এরই মধ্যে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের সঙ্গে কথা বলেছেন তারা।
ওয়াসিমকে দলটির কোচ হিসেবে নিয়োগ দিতে চাই লঙ্কান ক্রিকেট বোর্ড। তার কাজ হবে সিনিয়র খেলোয়াড় আর কোচদের প্রশিক্ষণ দেওয়া। অনেকটা কোচদের কোচ হওয়ারই মতো। এদিকে ওয়াসিমও ইতিবাচক সাড়া দিয়েছেন। শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নয়নে তিনি কাজ করতে আগ্রহী।
চলমান লঙ্কা-পাকিস্তান সিরিজের মাঝেই নাকি ওয়াসিমের সঙ্গে এ নিয়ে আলোচনা সেরেছে দলটির বোর্ড। জাতীয় দল থেকে অবসরের পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সঙ্গে কাজ করেছেন ওয়াসিম। আইপিএলে তাকে নিয়মিতই দেখা যায়। এ ছাড়া ধারাভাষ্যকার হিসেবেও সময় কাটান ওয়াসিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।