Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কিউবিট: কীভাবে কাজ করবে ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার?
    Technology News বিজ্ঞান ও প্রযুক্তি

    কিউবিট: কীভাবে কাজ করবে ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার?

    Yousuf ParvezJanuary 14, 20253 Mins Read
    Advertisement

    কম্পিউটার যাঁরা ব্যবহার করেন, তাঁদের কাছে ‘বিট’ শব্দটি অচেনা থাকার কথা নয়। একইভাবে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁদের কাছেও কিউবিট শব্দটি এতদিনে বহুল পরিচিত হয়ে যাওয়ার কথা। তবু জানার বাইরে কিছু অজানা বিষয় থেকে যেতেই পারে। চলুন, সেটাই খুঁজে দেখা যাক।

    কিউবিট

    বর্তমানে প্রচলিত মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অর্থাৎ আমাদের প্রচলিত আধুনিক কম্পিউটার গড়ে উঠেছে বাইনারি পদ্ধতিতে। অর্থাৎ এসব ডিজিটাল তথ্য ০ এবং ১-এর সিরিজে এনকোড করা হয়। বাইনারি কম্পিউটিং পদ্ধতিতে ইনফরমেশন বা তথ্যের সবচেয়ে ছোট এককের নাম বিট (bit)। বিট শব্দটি এসেছে বাইনারি ডিজিট (Binary Digit) শব্দটির আদ্যক্ষরের সংমিশ্রণে। শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৪৮ সালে লেখা একটি গবেষণা প্রবন্ধে। এর লেখক ছিলেন ক্লড শ্যানন। ওই প্রবন্ধে তিনি জানান, এর এক বছর আগে (৯ জানুয়ারি, ১৯৪৭) জন টাকি ‘বাইনারি ইনফরমেশন ডিজিট’ শব্দগুচ্ছের বদলে ‘বিট’ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।

    অন্যদিকে কিউবিট শব্দটি প্রথম চালু করেছিলেন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ বেঞ্জামিন শুমাহা (কারও কারও মতে উচ্চারণটা শুমাখা)। তিনি মূলত গবেষণা করেন কোয়ান্টাম ইনফরমেশন থিওরি নিয়ে। ১৯৯৫ সালে এক গবেষণা প্রবন্ধে শব্দটি প্রথম ব্যবহার করেন তিনি। তাঁর সহকর্মী পদার্থবিদ উইলিয়াম উটারসের সঙ্গে একদিন কথা বলতে গিয়ে হুট করে শব্দটি মাথায় আসে বেঞ্জামিনের।

    কিউবিট (Qubit) শব্দটি আসলে কোয়ান্টাম বিটের (Quantum bit) সংক্ষিপ্ত রূপ। কিউবিটকে বলা হয় কোয়ান্টাম কম্পিউটারের মৌলিক গাঠনিক একক। অর্থাৎ একে বলা হয় কোয়ান্টাম কম্পিউটিংয়ের মৌলিক একক। ক্লাসিক কম্পিউটারের বাইনারি বিটের মতো কিউবিটও তথ্য সংরক্ষণ করতে পারে, কিন্তু দুটোর আচরণ একেবারেই আলাদা।

    কোয়ান্টাম কম্পিউটারে সাধারণত উপপারমাণবিক কণাকে (প্রচলিত বাংলায় বলা হয় ‘অতিপারমাণবিক কণা) কিউবিট হিসেবে ব্যবহার করা হয়। যেমন ফোটন বা আলোর কণা, ইলেকট্রন। ক্লাসিক বা বাইনারি কম্পিউটারের ১ বা ০ শূন্যকে একেকটি বিট হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু কিউবিটে উপপারমাণিবক কণাদের চার্জ, ফোটোনিক পোলারাইজেশন বা স্পিন ১ ও ০-এর প্রতিনিধিত্ব করে। আবার কোয়ান্টাম মেকানিকসের সুপারপজিশন ও এনট্যাঙ্গলমেন্টের মতো উদ্ভট পরিঘটনাগুলোও কিউবিট হিসেবে ব্যবহার করা হয়।

    ডিজিটাল বা বাইনারি কম্পিউটারে একটা বিট একই সময়ে হয় ১ অথবা ০ শূন্য হতে পারে। মানে, চার্জ আছে বা চার্জ নেই। একই সময়ে দুটোর যেকোনো একটি হতে পারে, দুটো একসঙ্গে নয়। কিন্তু কিউবিট একই সময়ে দুটোই দখল করে থাকতে পারে। অর্থাৎ ১ ও ০-এর সুপারপজিশনে থাকতে পারে।

    কেউ কেউ প্রশ্ন করতে পারেন, সুপারপজিশন জিনিসটা কী? সহজভাবে বললে, সুপারপজিশন হলো, পরিমাপের আগপর্যন্ত কোনো কোয়ান্টাম সিস্টেমের একই সময়ে একাধিক অবস্থায় থাকার ক্ষমতা। শ্রোডিঙ্গারের বিড়ালের কথা মনে আছে? কোনো দর্শকের পর্যবেক্ষণের আগপর্যন্ত একটা বাক্সের ভেতর বিড়ালটা একইসঙ্গে জীবিত এবং মৃত। অর্থাৎ পর্যবেক্ষণের আগপর্যন্ত বাক্সের ভেতর বিড়ালটি থাকে সুপারপজিশনে বা কোনো অতিদশায়।

    যাই হোক, কোয়ান্টাম কম্পিউটারের কিউবিটও সুপারপজিশনে থাকে, যতক্ষণ না একে কোনো বাহ্যিক পরিবেশগত ফ্যাক্টরের (যেমন তাপ) মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা বা মাপা হচ্ছে। কিংবা কোনো বাহ্যিক পরিবেশগত ফ্যাক্টরের মাধ্যমে বিঘ্ন ঘটানো হচ্ছে। এই কোয়ান্টাম দশা খুব সূক্ষ্ণ। সে কারণে কিউবিটকে ব্যতিচার মুক্ত রাখতে হয়। আর সে জন্য দরকার খুব শীতল তাপমাত্রা।

    শ্রোডিঙ্গারের বিড়ালের মতো সুপারপজিশনের কারণে একটা কোয়ান্টাম কম্পিউটারের কিউবিটগুলো একাধিক দশায় (১, ০ এবং একইসঙ্গে দুটোই) থাকার সুযোগ পায়। আর কিউবিটের সংখ্যা যত বাড়তে থাকে, তার সঙ্গে সূচকীয় হারে বাড়তে থাকে সম্ভাব্য দশার সংখ্যাও। আমাদের কাছে যদি দুটি ক্লাসিক বা বাইনারি বিট থাকে, তাহলে যেকোনো সময়ে সেগুলোর মান হতে পারে ০,০; ০,১; ১,০; অথবা ১,১-এর যেকোনো একটি। কিন্তু দুটি কিউবিটের ক্ষেত্রে ওপরের চারটি দশাই ঘটতে পারে একই সময়ে।

    আবার কোয়ান্টাম কণা দুটির দশার যেকোনো সমাহারও হতে পারে।  যেমন এমন দশাও পাওয়া সম্ভব, যেখানে পরমাণুটি ১০ শতাংশ সময় থাকবে আপ স্পিনে এবং ৯০ শতাংশ সময় থাকবে ডাউন স্পিনে। কিংবা ৬৫ শতাংশ সময় আপ স্পিন থাকবে এবং ৩৫ শতাংশ সময় থাকবে ডাউন স্পিন। আসলে পরমাণুর স্পিন বা ঘূর্ণনের উপায় আছে অসীম সংখ্যক। এটিই সম্ভাব্য দশার সংখ্যা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। কাজেই পরমাণুটি তথ্যও বহন করতে পারে অনেক বেশি। এ কারণেই ডিজিটাল বিটগুলোর চেয়ে  কিউবিটের শক্তি বা ক্ষমতা প্রায় সীমাহীন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও news technology কম্পিউটার করবে: কাজ কিউবিট কীভাবে? কোয়ান্টাম প্রযুক্তি বিজ্ঞান ভবিষ্যতের
    Related Posts
    গ্রহাণু

    ২০৩২ সালের ২২ ডিসেম্বর যে গ্রহাণু সরাসরি আঘাত হানতে পারে চাঁদে

    July 29, 2025
    Sony Bravia XR A96L বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    Sony Bravia XR A96L বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    July 29, 2025
    GDL

    দেশের বাজারে স্বল্পমূল্যের ক্যামেরা ফোন নিয়ে এল জিডিএল

    July 29, 2025
    সর্বশেষ খবর
    শহিদ আবু সাঈদ হত্যা

    শহিদ আবু সাঈদ হত্যা: আসামিপক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ

    ঝড়

    দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

    রেজুমেতে এআই টুলস ব্যবহার

    রেজুমেতে এআই টুলস ব্যবহার: সফলতার গোপন কৌশল

    বাসার ভেতর পড়ে ছিল মা

    বাসার ভেতর পড়ে ছিল মা-মেয়ের মরদেহ

    রিয়েল এস্টেট ক্রিপ্টো ইনভেস্ট

    রিয়েল এস্টেট ক্রিপ্টো ইনভেস্ট: সুরক্ষিত বিনিয়োগের আধুনিক পথে পা বাড়ানোর সময় এসেছে?

    জুলাই ঘোষণাপত্র নিয়ে

    জুলাই ঘোষণাপত্র নিয়ে মাহফুজের পোস্ট ভাইরাল

    Samsung Galaxy S24 Ultra

    Samsung Galaxy S24 Ultra: Price in Bangladesh & India with Full Specifications

    ইউপিডিএফ’র আস্তানায়

    ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে-৪৭’সহ অস্ত্র উদ্ধার

    buy high-speed wifi router for home

    buy high-speed wifi router for home – Top Picks & Reviews

    Ergonomic Chair: Top Home Office Seating Solutions

    Ergonomic Chair: Top Home Office Seating Solutions

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.