Advertisement

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই দলের মনোনয়নপ্রার্থী ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে ১৫ দিনের বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সফরে তিনি পবিত্র উমরা পালন ও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পন্ন করেছেন।
এসময় তিনি নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনের সময় আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানিয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, “মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ নয়।” পাশাপাশি তিনি আগামী বাংলাদেশের বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ, শীর্ষে তৈরি পোশাক খাত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



