Advertisement
বিনোদন ডেস্ক : র্যাপার সংগীতশিল্পী কানিয়ে ওয়েস্ট দাবি করেছেন, কিম কার্দাশিয়ানকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করছেন তিনি। ৪৩ বছর বয়সী এই র্যাপার স্ত্রী সম্পর্কে একাধিক অভিযোগ এনে কিমকে তিরস্কারও করেছেন।
২০১৪ সালের মে মাসে কিম কার্দাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট বিয়ে করেন। এই দম্পতির চার সন্তান রয়েছে। সুখেই যাচ্ছিল তাঁদের দিন। এর মধ্যে কানিয়ে চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন। এ নিয়ে এই তারকা দম্পতির মধ্যে শুরু হয় কলহ।
কয়েক দিন আগেই কিম কার্দিশিয়ান কানিয়েকে ডিভোর্স দেওয়ার হুমকি দেন। নির্বাচনী প্রচারণা থেকে সরে না এলে তাঁকে ডিভোর্স দেবেন বলে জানান কিম। আর আজ তাঁর স্বামী চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের নভেম্বর মাস থেকে তিনি কিমকে ডিভোর্স দেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।