জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক-মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার রাত দেড়টার দিকে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হাফেজ আবদুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন।
মৃতদের মধ্যে সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে আবদুল্লাহ, আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র ছিল।
কাটাখালি হাইওয়ে থানার ওসি মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষার্থীরা খুলনা আলিয়া কামিল মাদরাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে বাগেরহাটে সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসায় ফিরছিলেন সবাই। তারা খুলনা থেকে মাহেন্দ্রয় রওনা দেয়। এ সময় শ্যামবাগাত এলাকার মুনস্টার জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় আরও চার যাত্রী।
দুর্ঘটনার পর পুলিশ নিহতদের কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
‘কাঁচা বাদাম’ ছেড়ে এ কী করছেন কাঁচা বাদাম গানের শিল্পী ভূবন বাদ্যকর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।