
Advertisement
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জে বৃহস্পতিবার দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে নতুন ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
এ পর্যন্ত জেলার ১৩ উপজেলায় ৮১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়েছেন ২৭৪ জন।
নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলার ১১ জন, করিমগঞ্জের ১২ জন, পাকুন্দিয়া, কুলিয়ারচরের দুইজন করে, কটিয়াদী, মিঠামইনে একজন করে, ভৈরবে ১৬, বাজিতপুরের চার ও ইটনা উপজেলায় তিনজন রয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, মোট ২৯২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে মোট ৫২ জনের কোভিড-১৯ পজিটিভ, পুরাতন একজনের আবারও পজিটিভ এবং ২৩৯ জনের নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ৮১৩ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।