কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে দুলাল হোসেন (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তরদুরাকুটি গ্রামের দুই নম্বর ওয়ার্ডের কবিরাজপাড়া থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্ত্রীকে দাদন ব্যবসা করতে বাধা দেন দুলাল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গত এক মাস ধরে ঝগড়া চলছিল। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে গ্রামবাসী দেখতে পায় গ্রামের এমদাদুল ইসলামের আমবাগানের ভেতর কৃষক দুলাল হোসেনের মরদেহ পড়ে রয়েছে। পরে এলাকাবাসী দুলালকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামবাসী কৃষক দুলালের মৃত্যুর কারণ জানতে চাইলে তার সৎ ভাইয়েরা বলেন, দুলাল হার্ট এ্যাটাকে মারা গেছেন।
কিশোরগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুজাত শরীফ জেমস বলেন, কৃষক দুলালকে এলাকাবাসী মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, ঘটনাটি রহস্যজনক। মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার জেলার মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রির্পোটের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।