
Advertisement
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জে শুক্রবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে নতুন করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২ জনের করোনা পজেটিভ ও ৮১ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারও পজেটিভ এসেছে।
নতুন শনাক্ত ১২ জনের মধ্যে সদর উপজেলায় ছয়জন, করিমগঞ্জ, নিকলী ও ইটনা উপজেলায় একজন করে এবং ভৈরব উপজেলায় তিনজন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট ১৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।
অন্যদিকে, জেলায় নতুন করে আরও পাঁচজন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৬৭০ জন সুস্থ হলেন। জেলায় সুস্থতার হার শতকরা প্রায় ৮৬ দশমিক ৯৮ ভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।