কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: জেলার কিশোরগঞ্জ উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে মামা-ভাগ্নেসহ আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
আক্রান্তরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের মৃত ইসমাইলের পুত্র আনিছার, তার ভাগ্নে একই গ্রামের বাবুল হোসেন মেম্বারের ছেলে শরিয়ত এবং কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা গ্রামের আব্দুলের পুত্র হেলাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ জানান, নতুন আক্রান্ত তিনজনের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠালে আজ মঙ্গলবার রাতে তাদের করোনা পজেটিভ ফলাফল আসে।
তিনি বলেন, আনিছার নারায়নগঞ্জ ফেরত ছিলেন। তার সংস্পর্শে এসে ভাগ্নে শরিয়ত করোনায় আক্রান্ত হতে পারেন। করোনায় আক্রান্ত হেলাল ঢাকা ফেরত ছিলেন।
নতুন আক্রান্তের বাড়িসহ পার্শ্ববর্তী বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে জানান কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।