Advertisement
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মিনা দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিতে মিনা দিবস উপলক্ষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিকের সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন, নুরুজ্জামান মিয়া, আফজালুল হক, নিলুফা আক্তারসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকগণ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।