কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় শমসের আলী (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের মুক্তা হিমাগারের সামনে। এ ঘটনায় এলাকাবাসী মাইক্রোবাসসহ চালককে আটক করে থানায় দিয়েছে।
কিশোরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে নিতাই ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের মেছের আলীর ছেলে শমসের আলী মুক্তা হিমাগার থেকে ভ্যানে করে বীজ আলু নিয়ে পানিয়াল পুকুর কাচারীপাড়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস বীজবোঝাই ভ্যানটিকে ধাক্কাদিলে ভ্যানের চালক শমসের আলী গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী শমসেরকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ বলেন, শমসেরের পরিবারের কোনও অভিযোগ না থাকায় মাইক্রো চালক মমিনুরসহ আটক মাইক্রোবাসটি ছেড়ে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।