রাইটিং ও রিসার্চ এসিসট্যান্ট হিসেবে চ্যাট জিপিটি দুর্দান্ত পারফর্ম করছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েশনে সাহায্য করছে চ্যাট জিপিটি। যেভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপযোগী কন্টেন্ট তৈরিতে চ্যাট জিপিটিকে কাজে লাগানো যায় তা পাঠকদের জন্য আলোচনা করা হবে।
চ্যাট জিপিটির এমন ফাংশন রয়েছে যা SEO এর কাজে আপনাকে সাহায্য করবে। এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে ব্লগ পোস্ট, ল্যান্ডিং পেজ, আর্টিকেল লিখে দিতে পারবে যেনো তা SEO এর উপযোগী হয়।
SEO Focused Content অনুযায়ী রিসার্চ করে দেওয়ার ক্ষেত্রে নানাভাবে চ্যাট জিপিটি আপনাকে সাহায্য করতে পারে। কি-ওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট ক্লাস্টারিং এর মত বিশেষ SEO টাস্ক করতে সক্ষম চ্যাট জিপিটি।
আর্টিকেল এর কোয়ালিটি যেন ভালো হয়, দেখতে ও পড়তে যেন বেটার মনে হয় সে ব্যবস্থা করতে পারে চ্যাট জিপিটি। খুব কম সময়ে চ্যাট জিপিটি আপনাকে ব্লগ পোস্ট লিখে দিতে পারে।
গুগলে চ্যাট জিপিটির আর্টিকেল ব্যান করা হয়নি যেটা গুড নিউজ। চ্যাট জিপিটি যেহেতু মাঝে মাঝে ভুল তথ্য দিতে পারে সে ক্ষেত্রে রাইটারদের নির্ভুলতার বিষয়টি নিয়ে ভাবতে হবে।
সবথেকে ভালো হবে যদি আপনি সরাসরি কোন একটি টপিক দিয়ে কনটেন্ট লিখিয়ে নেওয়ার কথা না ভাবেন। প্রথমে চ্যাট জিপিটিকে টপিক সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া দিন। তারপর ওই বিষয় নিয়ে এআইকে বিস্তারিত লিখতে বলুন।
বড় ধরনের ব্লগ পোস্ট এবং রিসার্চ পেপারের সামারি করার দরকার হলে চ্যাট জিপিটি সহায়তা করতে পারে। সোর্স হিসেবে আপনার অনেক বইয়ের তালিকা দরকার হলে চ্যাট জিপিটি তা আপনাকে প্রদান করতে পারবে।
পাশাপাশি ওয়েব নির্ভর অনেক টুল চ্যাট জিপিটি আপনার জন্য তৈরি করে দিতে সক্ষম। বিশাল পরিসংখ্যান আপনার জন্য প্রস্তুত করে দিতে পারে চ্যাট জিপিটি। আপনার আর্টিকেলকে আরো বড় করা অথবা বড় একটি আর্টিকেল ছোট ছোট প্যারাতে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে চ্যাট জিপিটি দারুন ভূমিকা রাখতে পারে।
প্রত্যেকটি আর্টিকেলে সাবহেড যোগ করার ক্ষেত্রে চ্যাট জিপিটি কাজ করবে। ভিজিটরদের কাছে আকর্ষণীয় মনে হবে এরকম কয়েকটি প্যারাগ্রাফ আপনার সাইটের জন্য চ্যাট জিপিটি তৈরি করে দিবে।
কিছু ফ্রি টুলস চ্যাট জিপিটি আপনাকে তৈরি করে দিতে পারে যা দৈনন্দিন জীবনের নানা কাজে দরকার হবে। তার জন্য যেসব কোডিং করা দরকার সেটাও এআই সিস্টেম করার সক্ষমতা রাখে। উদাহরণ হিসেবে ফর্ম, সিম্পল অ্যাপ্লিকেশন, টেবিল, প্লাগিনের কথা বলা যেতে পারে। ভবিষ্যতে মার্কেটিং সেকশনে এআই পাওয়ার্ড কনটেন্ট ক্রিয়েশনের বিষয়টি আরো কার্যকরী হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।