বর্তমানে এক্সটার্নাল ড্রাইভ তিনটি বেসিক ফর্ম সহকারে মার্কেটে বিক্রি হয়। তার মধ্যে পোর্টেবল হার্ডডিস্ক হচ্ছে বেশ জনপ্রিয় একটি ক্যাটাগরি। ৫৪০০ আরপিএম ড্রাইভ এর হার্ডডিস্ক ল্যাপটপে ব্যবহার করা হয়ে থাকে।
সিঙ্গেল কানেকশনের মাধ্যমে এটি পাওয়ার গ্রহণ করে এবং ডাটা ট্রান্সফার করতে পারে। ৫৩০০ দামে এক টেরাবাইট এবং ৭৫০০ খরচ করলে ২ টেরাবাইট ড্রাইভ ক্রয় করতে পারবেন।
মোটামুটি ১০ হাজার দামে ৫ টেরাবাইট পোর্টেবল হার্ড ড্রাইভ মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে ডেক্সটপে হার্ডডিস্ক ব্যবহার করার ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হবে। ৭২০০ আরপিএম এর হার্ডডিস্ক ডেস্কটপে ব্যবহার করার সুযোগ থাকায় ফাইল ট্রান্সফারের গতি বৃদ্ধি পেয়ে থাকে।
ডেস্কটপ এর জন্য ৬ টেরাবাইট হার্ডডিস্ক এর দাম ৯৫০০-১০২০০ হয়ে থাকে। সলিড স্টেট ড্রাইভ এর দাম তুলনামূলকভাবে কম হওয়ায় এটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ৭৫০০ এর মধ্যে আপনি এক টেরাবাইট এসএসডি ক্রয় করতে পারবেন।
এটি দেখতে যেমন ছোট তেমনি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে পারে। এজন্য বড় প্রজেক্ট এর কাজের ক্ষেত্রে এসএসডি ব্যবহার করা উত্তম। ভারী গেম ট্রান্সফার করার জন্য এবং স্ট্রিমিং এর কাজে এসএসডি ব্যবহার করলে সুবিধা পাবেন।
পোর্টেবল হার্ড ড্রাইভ ব্যবহার করার ক্ষেত্রে আপনার ইউএসবি কানেকশন সম্পর্কে ধারণা থাকতে হবে। ইউএসবি 3.0 কানেকশনে Up to 5Gbits/sec স্পিড পাওয়া সম্ভব হয়। অন্যদিকে ইউএসবি 3.1 এ Up to 10Gbits/sec এবং 3.2 তে Up to 20Gbits/sec পেয়ে যাবেন। ড্রাইভ ম্যানেজমেন্ট অথবা সিকিউরিটির জন্য হার্ডডিস্ক ও এসএসডি ম্যানুফ্যাকচার কোম্পানি বিভিন্ন সফটওয়্যার টুলস প্রদান করে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।