যে সকল সাইট সরাসরি স্প্যামিং এর সাথে যুক্ত সেসব সাইট সম্পর্কে সহজে যেনো রিপোর্ট করা যায় তার ব্যবস্থা করেছে গুগল। লো-কোয়ালিটির সাইট, প্রতারণার সাথে যুক্ত রয়েছে এরকম ওয়েবসাইট সম্পর্কে সহজে রিপোর্ট করা সম্ভব হচ্ছে।
গুগল তার ‘Search Quality User Report’ সিস্টেমকে আরও উন্নত করেছে। এখানে স্প্যামিং সাইটের URL যোগ করা যাবে। পাশাপাশি অন্যান্য সাইটের লিংকও যোগ করা যাবে। যেসব কারণে আপনি সমস্যায় পড়েছেন তার কারণ যোগ করা যাবে।
সেখানে ৬ টি অপশন দেখতে পারবেন। যেকোনো একটি অপশন আপনি চয়েজ করতে পারবেন। হতে পারে ঐ সাইটে স্প্যামিং কন্টেন্ট দেখানো হচ্ছে। অপ্রয়োজনীয় কন্টেন্ট যোগ করা হয়েছে। সার্চ ইঞ্জিনের র্যাঙিং উন্নত করার জন্য অবৈধ সিস্টেম ব্যবহার করে এসকল সাইট।
এ সকল সাইটে এমন কন্টেন্ট থাকতে পারে যা মিথ্যা। এসব কন্টেন্ট আমাদের প্রতিদিনের জীবনে কোন কাজে আসে না। যেসব তথ্য দেওয়া আছে তার কোন ভিত্তি নেই। হয়তো ব্যবহারকারীদের ভুল পথে চালিত করে।
সাইটের ডিজাইন খুবই poor হতে পারে। লো-কোয়ালিটির ডিজাইন ওয়েবসাইটে ব্যবহার করা হতে পারে। এসব সাইট স্প্যামিং এর জন্য ব্যবহার করা যেতে পারে। সাইটে এমনভাবে লেখা হয়েছে যা দেখতে বেশ বিশ্রী। সজানো-গোছানো নয়।
এসব সাইটে এমন লিংক থাকতে পারে যা প্রতারণামূলক। যা আপনাকে ভুল পথে চালনা করতে পারে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এমন কৌশল ব্যবহার করা হতে পারে যা প্রথাগত নয়।
আপনি স্প্যামিং এর জন্য রিপোর্ট করা শেষ হলে গুগল আপনাকে ইমেইলে কনফার্মেশন ইমেইল সেন্ড করবে। উপরে যেসব অপশন আলোচনা করা হয়েছে আপনি সেখান থেকে যেকোন একটি চয়েজ করার সুযোগ পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।