বিনোদন ডেস্ক : গতকালের দাদাগিরির এপিসোডে ঝোড়ো ইনিংস খেলে সৌরভ গাঙ্গুলীর হাত থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন আমাদের সকলের প্রিয় “বাদাম কাক” ভুবন বাদ্যকার। 39 নম্বর নিয়ে বাকি পাচ প্রতিযোগীকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন সেরার জায়গাটা দখল করেছেন তিনি। তবে শুধু এখানেই থেমে থাকেননি সাথে ফাঁস করেছেন তার ভাইরাল এই গানের রহস্য।
সম্প্রতি জি বাংলার অফিশিয়াল চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে যেখানে শোয়ের শুরুতেই ধুতি-পাঞ্জাবি পড়ে কপালে তিলক কাটা অবস্থায় কাচা বাদাম গান গাইতে গাইতে দাদাগীরির মঞ্চে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকারকে। পরবর্তীতে প্রত্যেকটি প্রতিযোগীর হাতে বাদাম তুলে দিয়ে সৌজন্যতা বজায় রেখেছেন আমাদের সকলের প্রিয় বাদাম কাকু।
অতঃপর সৌরভ গাঙ্গুলী তাকে তার এই জনপ্রিয় গানের পেছনের রহস্যের কথা জানতে চাইলে সহজসরল মননের অধিকারী বাদাম কাকু জানান, “আমি একদিন এক কারখানায় গিয়েছিলাম। সেখানে দেখি মোবাইল ভাঙ্গা হাতের চুড়ি এগুলির বদলে বাদাম বিক্রি হয়। সেখান থেকেই আমি এই কথাগুলি বলে বাদাম বিক্রি করতে শুরু করি এবং পরবর্তীতে দেখি কথা গুলি পরপর বসিয়ে একটি গান তৈরি হয়ে যাচ্ছে।”
পরবর্তীতে তার আর্থিক অবস্থা সম্পর্কে সৌরভ গাঙ্গুলী সন্দিহান হলে ভুবন বাদ্যকর জানান কোনো জনৈক ব্যক্তি গান রেকর্ডের হেতু তাকে 30 হাজার টাকা নগদ দিলেও এখন সেইসব টাকা খরচ হয়ে গিয়েছে। তার প্রত্যুত্তরে সৌরভকে মজার ছলে বলতে শোনা যায় টাকা তো খরচ হওয়ার জিনিস, খরচ না হলে আসবেই বা কি করে। এইভাবে হাসি, মজা, ঠাট্টায় কেটে যায় এদিনের জমজমাট এপিসোড। তবে দিনের শেষে ভুবন বাদ্যকার সেরার শিরোপা জিতে নিয়ে এটি প্রমাণ করে দেন পুঁথিগত শিক্ষার থেকে জীবনঅর্জিত শিক্ষার জ্ঞান অনেক বেশি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।