কীভাবে ‘বড়লোক’ হচ্ছেন সেটি আপনাকে জানতে হবে


শওগাত আলী সাগর : আয় বাড়ার, বড়লোক হয়ে যাবার বিষয়টি টের পেতে হয়, টের পাওয়া যায়। কারণ তার পেছনে সংগ্রাম থাকে, চেষ্টা থাকে, কষ্ট থাকে।

যখন কেউ বলে, ‘আমরা টেরই পাচ্ছি না। আমরা অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি।’- সেটি কিন্তু উদ্বেগের, সেটি প্রশ্ন করার বিষয়।

আপনি কীভাবে ‘বড়লোক’ হচ্ছেন সেটি আপনাকে জানতে হবে, আপনাকে টের পেতে হবে।
লেখক : প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম

(ফেসবুক থেকে সংগৃহীত)