বর্তমানে মাঝারি বাজেটের স্মার্টফোন 1.5k রেজুলেশনের ডিসপ্লে এর দিকে ঝুঁকছে। এই ধরনের ডিসপ্লে এর কালার Accuray সন্তোষজনক হয়ে থাকে। পিক্সেলের ঘনত্ব হয় প্রায় 450 ppi।
এমনকি samsung galaxy s23 ও s23 ultra এর ডিসপ্লে পিছিয়ে পড়বে যদি এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করে। কেননা ফুল এইচডি প্লাস রেগুলেশনের স্ক্রিনের থেকে 1.5k রেজুলেশন এর ডিসপ্লে অনেক বেশি বেটার।
আপনি জেনে অবাক হবেন যে samsung galaxy s22 plus এর স্ক্রিনে মাত্র 393ppi পিক্সেল রয়েছে। অথচ 1.5k ডিসপ্লে এর পিক্সেল ঘনত্ব হয় ৪৫০ppi যা অনেক বেশি।
প্রযুক্তিবিদরা মনে করছেন যে এ samsung galaxy s23 সিরিজে উন্নত ডিসপ্লে ব্যবহার করা না হলেও Entry লেভেল এবং মিড বাজেটের স্মার্টফোনের ডিসপ্লে সেকশনের পরিবর্তন আসতে পারে।
চাইনিজ স্মার্টফোন ম্যানুফেকচারার কোম্পানি পরবর্তী বছর থেকে তাদের স্মার্টফোনে হাই-রেজুলেশন এর ডিসপ্লে ব্যবহার করতে যাচ্ছে। সেক্ষেত্রে ১২০০পি, ১৩০০ পি এবং এমনকি ১৪০০ পি রেজুলেশনের ডিসপ্লে ব্যবহৃত হতে পারে।
একমাস আগে শাওমই তার Redmi K50 Extreme Edition এ 1.5k রেজুলেশনের স্ক্রিন ব্যবহার করেছিল। মনে হচ্ছে শাওমি তার 12T এবং 12T প্রো স্মার্টফোনে উন্নত রেজুলেশন এর ডিসপ্লে ব্যবহার করবে।
ধারণা করা হচ্ছে স্যামসাং অনেকখানি মার্কেট শেয়ার হারাতে পারে যদি তারা ডিসপ্লে সেকশনে পরিবর্তন নিয়ে না আসে। কেননা এখন আর 393 পিপিআই পিক্সেলের ডিসপ্লেতে ক্রেতারা সন্তুষ্ট নাও হতে পারে।
অ্যাপেলের আইফোন স্মার্টফোন এ কারণে যথেষ্ট সমালোচনার শিকার হয়েছে। এজন্য আইফোন ১৩ এবং ১৪ সিরিজের স্মার্টফোনে ৪৬০ এবং ৪৫৮ পিপিআই পিক্সেলের ডিসপ্লে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।