Advertisement
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় চুরির সন্দেহে এক যুবককে দুটি কুকুরের সামনে রেখে নির্যাতন করা হয় । ঘটনাটি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাকুরা স্টিল মিলের সামনে ঘটে।
ঘটনার ৩১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র সমালোচনা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
র্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে জড়িত তিনজনকে আটক করে। রাতের সময় র্যাব গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় জানিয়েছে, অভিযুক্তরা বর্তমানে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
ভুক্তভোগীর নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। সামাজিক মাধ্যমে এবং সাধারণ জনমত এই ধরনের নির্মম আচরণের কঠোর শাস্তি দাবি করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।