জুমবাংলা ডেস্ক : সম্প্রতি চোরের ভিডিও দেখে কেউই হাসি চেপে রাখতে পারছে না। কুকুরের জন্য বেহাল দশা চোরের। অনেকেই সেই ভিডিও দেখে বলছেন, যেমন কর্ম তেমন ফল। অনেকেই আবার বলছেন কুকুর যে একটা দক্ষ প্রহরী তা আবার প্রমাণ হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিও মরবফফবব নামের একটি ইন্সটাগ্রামের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি গেটের মধ্যে ঝুলে রয়েছে একজন চোর। গেটের নীচে দু’টি কুকুরের একটি গেটের বাইরে এবং অপরটি ভেতরে। কুকুরের হাত থেকে বাঁচার জন্য গেটের উপরে ঝুলে রয়েছে ওই চোর।
কুকুর দু’টিও ওই চোরের নাগাল পেতে লাফাতে থাকে। এর মধ্যেই একটি কুকুর চোরের পায়ের নাগাল পেয়ে যায়। কিন্তু কুকুর কামড় দেওয়ার আগেই ওই চোর পা সরিয়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সেই ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
ওই চোর চুরি করতে গেলে কুকুরের নজরে পড়ে যায়। এরপরই দু’টি কুকুর চোরকে ধাওয়া করে এবং চোর গেটের উপরে উঠে ঝুলে থাকে। মালিকের বাড়ি বাঁচানোর জন্য ওই কুকুর দু’টি চোরের এমন অবস্থা করে, যা দেখে হাসি থামাতে পারছে না নেটিজেনরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া ডটকম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



