কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্যসচিবের সঙ্গে আগত অন্যান্য সচিবসহ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌরসভার মেয়র কাজিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপাচার্য জানান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাযক্রমের অগ্রগতি তুলে ধরলে মূখ্যসচিব মহোদয় তদপ্রেক্ষিতে ভবিষ্যত কার্যপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। আমি মনে করি, তাঁর মুল্যবান পরামর্শ আমাদের আগামীর কাজকে আরও ত্বরান্বিত করবে। প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার মাননীয় মুখ্যসচিব মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন নিয়ে এই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সফল হবো।
মতবিনিময় শেষে কৃষিবিদ দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জিলি অর্পন ও তাঁর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে শেখ হাসিনা সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন এবং মতবিনিময় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।