জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে ঘন কুয়াশা আর ঠাণ্ডার তীব্রতা ক্রমেই বাড়ছে । মধ্য রাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যায় বিস্তীর্ণ জনপদ। বিশেষ করে ভোর বেলায় বৃষ্টির মত কুয়াশা ঝরতে দেখা গেছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ডিগ্রী সেলসিয়াস।
সরেজমিন দেখা গেছে, ঘন কুয়াশা আর ঠাণ্ডার তীব্রতায় এ অঞ্চলের মানুষ জন ঘর থেকে বের হতে পারছে না। ঘন কুয়াশার সাথে তাল মিলিয়ে ঠাণ্ডার তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ জন। সময় মত কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষ জন। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ী চালাইতে দেখা যায় অনেককেই।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের মাঠের পাড় এলাকার দিনমজুর আকমল হোসেন বলেন, গতকালের চেয়ে আজকে কুয়াশা আর শীত অনেক বেশি। সকালে ঘন কুয়াশার কারণে রাস্তা ঘাট দেখা যায় না। আমরা যারা দিন আনি দিন খাই তারা ভীষণ মুশকিলে পড়ে গেছি।
জেলা সদরের পাঁচগাছি ইউনিয়নের ছত্রপুর এলাকার কৃষক ছকমল উদ্দিন জানান, গত কয়েক দিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সাথে ঠাণ্ডার তীব্রতাও বাড়ছে। ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। কাজ-কামে যেতে কষ্ট হচ্ছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ডিগ্রী সেলসিয়াস। এ তাপমাত্রা গোটা নভেম্বর জুড়ে এমনি থাকবে। তবে ২/১ ডিগ্রী উঠানামা করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।