কুড়িগ্রামে মঞ্চে উঠে উচ্ছৃঙ্খল আচরণ শিল্পী নোবেলের
জুমবাংলা ডেস্ক : সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নোবেলের মাতলামির অভিযোগে অনুষ্ঠান পণ্ড। বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০বছর পূর্তি ও সূর্বণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে, নোবেলকে অসংলগ্ন আচরণ করতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে ওঠার কিছুক্ষণ পর নোবেল ‘এই আমার চশমাটা কই’ বলে চিৎকার করেন। পরে চশমা পেয়ে চোখে পরে ‘সে যে আমার জন্মভূমি’ গান পরিবেশন করেন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড আছড়ে ভেঙে ফেলেন তিনি।
এমন ঘটনায় বিক্ষুদ্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে প্রতিবাদ জানায়। জেমসের বিরুদ্ধে কটুক্তি, ধর্ষন মামলা, আসিফের গিটারভাঙাসহ নানা ইস্যুতে আগে থেকে বিতর্কিত শিল্পীর এমন কর্মকান্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয়দের বরাতে জানা যায়,ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০তম বর্ষপূর্তি উদযাপন করতে গায়ক নোবেলকে আমন্ত্রণ জানানো হয়।
রাত ৯টার দিকে তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০মিনিটে। গান গাওয়ার এক পর্যায়ে মাতলামি শুরু করতে করতে বসে পড়েন। তার এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে দর্শকরা জুতা ও পানির বোতলের ঢিল ছুড়ে মারেন নোবেলের দিকে। পরবর্তীতে আয়োজকবৃন্দ নোবেলকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।