কুবি উপাচার্যের গবেষণা নিয়ে শিক্ষক সমিতির নেতাদের ‘মিথ্যাচার’

কুবি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে গত ৬ মার্চ উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সাথে শিক্ষক সমিতির মধ্যকার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। তারপর উপাচার্য দপ্তর ত্যাগ করার সময় প্রশাসনিক ভবনের গেইটে শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের সাথে আবারো বাকবিতন্ডায় জড়ালে তারা দাবি করেন “উপাচার্য টাকা দিয়ে Q1 মানের প্রকাশনা করেছেন” এবং “উপাচার্যের শিক্ষকতা জীবনে Q1 দূরের কথা ওনার Q4 ranked এর কোনো প্রকাশনা পর্যন্ত নেই”।

তবে এই বিষয়ে অনুষন্ধান করলে দেখা যায় গত এক দশকে তার প্রকাশিত যেসকল গবেষণা রয়েছে তারমধ্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের Q1 মানের প্রকাশনা রয়েছে দুইটি, Q2 মানের প্রকাশনা রয়েছে তিনটি এবং Q3 মানের প্রকাশনা রয়েছে একটি।

উনার যেসব প্রকাশনা Q1, Q2,Q3 মানের জার্নালে তার প্রকাশনা প্রকাশ পেয়েছে সেসব গবেষণাগুলো নিচে উল্লেখ করা হলো।

২০২৩ সালে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের Journal of Business Research জার্নালে প্রকাশনা প্রকাশিত হয় সেখানে তিনি কো-অথর হিসেবে রয়েছেন। যার Social Science Citation Index, Impact Factor 11.3, এবং Q1 ranked।

এখানে উল্লেখ্য যে, উক্ত গবেষণায় তিনি Conceptualization, Formal analysis, Investigation, এবং Methodology সেকশনগুলো লিখেছেন যা ঐ পেপারের শেষে CRediT authorship contribution statement এ উল্লেখ রয়েছে।
জার্নালের লিংক-https://www.sciencedirect.com/science/article/pii/S0148296323005295.

২০১১ সালে Women’s Studies International Forum জার্নালে তাঁদের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। যার লিংক-https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0277539511000768. এই জার্নালটিও Q1 ranked.
২০১৪ সালে তাঁদের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা Emerald থেকে Asia-Pacific Journal of Business Administration এই জার্নালে Promoting CSR to foster sustainable development : “Attitudes and perceptions of managers in a developing country” এই শিরোনামে। এই জার্নালটির Impact Factor: 3.5 এবং Scopus (Elsevier), scimago Quartile: Q2 ranked. লিংক: https://doi.org/10.1108/APJBA-05-2013-0036.

২০২০ সালে তাঁদের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় Business and Finance Journal থেকে Determinants of Pro-environmental Behaviours – A Cross Country Study of Would-be Managers, Australasian Accounting এই শিরোনামে। এই জার্নালের রয়েছে Scopus (Elsevier) indexed, Scimago Quartile: Q2 ranked. লিংক: http://dx.doi.org/10.14453/aabfj.v14i2.5

২০১২ সালে তাঁদের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় The Australian Journal of Regional Studies থেকে। Corporate social responsibility in regional small and medium-sized enterprises in Australia. এটি Scopus (Elsevier) Indexed, এবং Scimago Quartile: Q3.
লিংক: https://search.informit.org/doi/10.3316/ielapa.037119434761210.

২০২২ সালে তাঁদের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় Australasian Accounting, Business and Finance Journal এ Independent Directors: The Contrasting Cases of Australia and Bangladesh এই শিরোনামে। এটিও Scopus (Elsevier) indexed এবং Scimago Quartile: Q2 ranked.

এই বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আবু তাহের বলেন, তর্কে-বিতর্কে উপাচার্য মহোদয় আগে বলেছেন এই কথা। উপাচার্য মহোদয় কোনো প্রমাণের ভিত্তিতে এই কথা বলেছেন যে শিক্ষকরা এক কলম লিখতে পারেন না, শিক্ষকরা ভালো মানের গবেষণা জানেন না, শিক্ষকরা টাকা দিয়ে পাবলিকেশন কিনে তখন শিক্ষকরা উত্তরে বলেছেন আপনারটাও কী টাকা দিয়ে কেনা? উপাচার্য মহোদয়ের একটা মাত্র Q1 পাবলিকেশন আছে এটা বলেছেন আমাদের শিক্ষকদের মধ্যে যারা ভালো গবেষণা করে থাকেন তারাই। আর এই গবেষণা উনি এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে করেছেন।