কুবি প্রতিনিধি: সারাদেশে ডেঙ্গুর আতঙ্ক বিরাজমান। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। সম্প্রতি ঢাবি, জাবির দুই শিক্ষার্থীর প্রাণ নাশের কারণ ডেঙ্গু। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডেঙ্গুর আশঙ্কা বেশি। এ নিয়ে আতঙ্ক এবং শঙ্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বাবুই চত্ত্বর, শহীদমিনার সহ বিভিন্ন স্থানে মশার উৎপাত। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন সংস্কার কাজ চলাতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি থেকে সৃষ্টি হতে পারে প্রাণঘাতী মশার। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে জমে থাকা ময়লার স্তূপে প্রাণঘাতি মশক উৎপাদন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন শিক্ষার্থীরা, যা কাল হয়ে দাঁড়াতে পারে শিক্ষার্থীদের জন্য।
এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, “যেহেতু সারাদেশে ডেঙ্গুর আতঙ্ক বিরাজমান, তাই কখন কুবিতেও কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়, এ নিয়ে বেশ শঙ্কায় আছি আমরা। আর হলগুলোতে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া উচিত, একবার সংক্রমন শুরু হয়ে গেলে তা বিরাট আকার ধারণ করতে পারে”।
এ নিয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের আবাসিক শিক্ষার্থী মার্জিয়া সুলতানা জানান উদ্বিগ্নের কথা। তিনি বলেন, ” হলে মশার উপদ্রব খুব বেশি, ঘুম হয় না ঠিক মতো, স্যাতঁস্যাঁতে পরিবেশের কারণে মশার উৎপাত, খুব উদ্বিগ্ন আমরা মশা নিয়ে “।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা: শাহিদা শিমু বলেন,” জ্বরে আক্রান্ত অনেকেই আসছে, অন্যান্য সময়ের তুলনায় জ্বরে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তবে ডেঙ্গু এখন পর্যন্ত ধরা পড়েনি।
আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো: জিয়া উদ্দিন বলেন, ” খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেবো, তবে সচেতনতাই সবার আগে জরুরী “।
মশক নিধনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো:আবু তাহের বলেন,” মশা নিয়ে আমরা ও খুব উদ্বিগ্ন, সিটি কর্পোরেশনের কাছে চিঠি পাঠানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, শীঘ্রই সিটি কর্পোরেশন ব্যাবস্থা নিবে আমাদের ক্যাম্পাসে, এ ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলবে প্রতিনিয়ত”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।