কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুমের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ১২ টা ৪০ মিনিটে আমরণ অনশনে বসে বিভাগের ১৩ শিক্ষার্থী। অনশনে বসার প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়।
সাংবাদিকতা বিভাগের ২য় ব্যাচের অসুস্থ হয়ে যাওয়া শিক্ষার্থী জবা ইসলামকে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, আন্দোলনের অংশ হিসেবে ১৩ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। সকালে ও দুপুরে টানা আন্দোলনের পর অনশনে বসার পর জবা ইসলাম অসুস্থ হয়ে যায়।
আমরণ অনশনে বসা বাকি ১২ শিক্ষার্থী দাবি জানান ক্লাসরুমের সঠিক সমাধান না দিলে আমরা আমরণ অনশন থেকে উঠবো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।