কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারী সহিংসতা প্রতিরোধের বিষয়ে ইউএন ওমেনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
আনিকা আফরোজা দিশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহিনা বিনতে ওমর, সিনিয়র সদস্য ও নাট্য নির্দেশক তামিম আল হাসান, সভাপতি নাজমুল ফাহাদ; বাংলা কমিউনিকেশনের প্রতিনিধি শাজেদ হোসেন আলিফ; বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী আনিছ এবং বিশিষ্ট সাংবাদিক, সামাজিক কর্মী ও অনলাইন একটিভিস্ট শামিম আক্তার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলোর সদস্য-নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে ইউএন ওমেনের প্রতিনিধিদল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ১৮-৩৫ বছর বয়সী যেকোনো বাংলাদেশি পুরুষ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রের ব্যাপ্তিকাল সর্বোচ্চ ৫ মিনিট এবং কাহিনীসংক্ষেপ সর্বোচ্চ ৩০০ শব্দের হতে হবে, যা আগামী ১০ আগস্ট পর্যন্ত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।