কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় ও দৃশ্যমান করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘জুলাই স্মৃতি মিনার’ স্থাপনের আবেদন করেছে। এরইমধ্যে নিজেদের খরচে তৈরি একটি নকশা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখিয়েছে সংগঠনটি।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ।
এর আগে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জুলাই স্মৃতি মিনার স্থাপনের জন্য একটি আবেদন করে সংগঠনটি। বুধবার (০৯ জুলাই) নিজ অর্থায়নে জুলাই স্মৃতি মিনারের একটি নকশা তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখানো হয়।
এ বিষয়ে পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ জুমবাংলাকে বলেন, ‘জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় ও দৃশ্যমান করে রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি স্থায়ী ‘জুলাই স্মৃতি মিনার’ স্থাপন করা প্রয়োজন, যেখানে শহীদ আব্দুল কাইয়ুমসহ জুলাইয়ের সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। এই দাবির বাস্তবায়ন কেবল ইতিহাস সংরক্ষণের মাধ্যমই হবে না, বরং এটা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদ বিরোধী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চেতনায় উদ্দীপ্ত রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের দাবি, অতিদ্রুত সময়ের মধ্যে একটি জুলাই স্মৃতিস্তম্ভ দৃশ্যমান হোক৷’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘পাটাতনের নকশাটি দেখেছি। পরবর্তীতে নকশার বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবেন।’
উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।