কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের সদস্য সংগ্রহে আগ্রহী সদস্যদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৩০৭ নং কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
আজ বিকাল দুইটা থেকে শুরু হয়ে বিভিন্ন বিভাগের প্রায় ১৩৫ জন শিক্ষার্থীর মাঝে ৮৫ জন নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও ইউনিটের আর এস এল জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ও গার্লস ইন রোভার স্কাউটের উপদেষ্টা জান্নাতুল ফেরদাউস।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র রোভারমেট মো. নাজমুল হাসান; রোভারমেট মোঃ আশরাফুল রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন, উদয়, আব্দুর রহমান, ফয়সাল হোসেন প্রমুখ।
ইউনিটের আর এস এল জিয়া উদ্দিন সজীব বলেন, “রোভারিং এর মাধ্যমে আত্ম উন্নয়ন ও নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশের সেবায় নিজেকে প্রস্তুত করার জন্য গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সে লক্ষ্যকে এগিয়ে নিতে দক্ষ রোভার খুঁজে নিতেই আমাদের এ কার্যক্রম।
সিনিয়র রোভারমেট নাজমুল হাসান বলেন, ” আমরা সমাজ সচেতন শির্ক্ষার্থীদের প্রাধান্য দিব। যারা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছে তাদেরও প্রাধান্য দিব। আমাদের উদ্দেশ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড’ অর্জন করা। পাশাপাশি রোভারদের নেতৃত্ব গড়ে তোলা এবং নিজেকে বিকশিত করা ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।