কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরীতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এই শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড.মো.আবু তাহের; প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন; শিক্ষক সমিতির সভাপতি ড.মোঃ শামিমুল ইসলাম; বিজ্ঞান অনুষদের ডিন ড.এ. কে. এম. রায়হান উদ্দিন; কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম.মনিরুজ্জামান; লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন; প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান; ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন “ছাত্র জীবনে যে বিনিয়োগ করে সে উপভোগও করে। আর যে শুধু উপভোগ করে সে বিনিয়োগ করতে পারে না। আমরা চাই আমাদের কেন্দ্রীয় লাইব্রেরীর এই শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সদ্বব্যবহার করে ছাত্ররা এর সুফল বয়ে আনবে এবং ভবিষ্যৎ এ যদি এখান থেকে সুবিধা নিয়ে ভালো গ্র্যাজ্যুয়েট বের হতে পারে তাহলে এর সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করা হবে। “
উল্লেখ্য, কেন্দ্রীয় লাইব্রেরীতে নতুন মোট ২১ টি শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে। এর পাশাপাশি উপাচার্যের নির্দেশক্রমে এখন থেকে কেন্দ্রীয় লাইব্রেরী বিকাল ৫ টার পরিবর্তে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।